বর্তমান বিশ্বের সবচেয়ে চাহিদাপূর্ণ আই.টি সেক্টরের অন্তর্ভূক্ত কম্পিউটার প্রযুক্তি শিক্ষা, কম্পিউটার প্রোগ্রামিং, নেটওয়ার্কিং ও ইন্টারনেট, ওয়েবপেজ ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনিং, হার্ডওয়্যার এন্ড ট্রাবলস্যুটিং, ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিংসহ কম্পিউটার বিষয়ে দক্ষ মানবসম্পদ সৃষ্টি করে যাচেছ। এছাড়া প্রকল্পের আওতায় দেশ-বিদেশে চাহিদাপূর্ণ এবং যুগোপযোগী ইলেকট্রনিক্স ট্রেড, ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং ট্রেড ও রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ট্রেডের মাধ্যমে যথাক্রমে মোবাইল সেট, মাইক্রোওয়েব ওভেন, টিভি, ভিসিডি, কম্পিউটার মনিটর, স্যালো মেশিন, জেনারেটর, কার এ.সি, স্প্লিট টাইপ এ.সি ইত্যাদি মেরামত ও সংরক্ষণ বিষয়ে দেশের হাজার হাজার শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে কাজ করা ।