ক) কাংখিত কেন্দ্রের উপ-পরিচালক বরাবর আবেদন করতে হবে। একজন প্রশিক্ষণার্থী একের অধিক ট্রেডে আবেদন করতে পারবে।
খ) বর্ণিত কোর্স/ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক বা আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই ১৮ হতে ৩৫ বৎসর এর মধ্যে হতে হবে। প্রার্থীকে বেকার যুবক বা যুবনারী হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের অগ্রাধিকার দেয়া হবে।
গ) কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন কোর্স ও প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্সে এইচ, এস, সি পাশ/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ/সমমানের কাওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
ঘ) ইলেক্ট্রনিক্স, আরএসি ও ইলেক্ট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং ট্রেডের ক্ষেত্রে অষ্টম শ্রেণী/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
ঙ) সাক্ষাতের জন্য নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী বোর্ডের সামনে নির্ধারিত সময়ে হাজির হতে হবে। এ জন্য কোন প্রকার টি.এ./ডি.এ. দেয়া হবে না।
- * চিহ্নিত ঘরগুলো অবশ্য পূরণীয়
আপনি যদি ভর্তির আবেদন ফরমটি পূরণ করতে চান তাহলে ভর্তি ফরম বাটনে ক্লিক করুন অথবা এখন নয় বাটনে ক্লিক করে বের হয়ে যান।
*** প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্সে শুধুমাত্র ৬ টি কেন্দ্রে আবেদন করতে পারবেন।
১) ঢাকা
২) চট্রগ্রাম
৩) খুলনা
৪) রাজশাহী
৫) সিলেট
৬) বরিশাল