"শ্রান্তি বিনোদন ছুটি ম্যানেজমেন্ট সিস্টেম "
বিনোদন ছুটি কি?
বিনোদন ছুটি কেন দেওয়া হয়?
"বিনোদন ছুটির প্রাপ্রতা"
"বিনোদন ছুটির নিয়ম"

Number Of Visitors



Quick Link

Ministry of Public Administra.
Ministry of Finance.
Cabinet Division
PMO
Bangladesh
শ্রান্তি বিনোদন ছুটি

শ্রান্তি বিনোদন ছুটি

নির্ধারিত ছুটি বিধিমালা.১৯৫৯-এর ৩(১)(ii), বাংলাদেশ চাকরি (বিনোদনভাতা) বিধিমালা.১৯৭৯ ও অর্থ বিভাগের ১২/০৭/১৯৯৯ তারিখের ১৭৬ নং স্মারক অনুযায়ী ১৫দিনের শ্রান্তি বিনোদন ছুটি ও ০১ মাসের মূল বেতনের সমপরিমান অর্থ শ্রান্তি বিনোদন ভাতা হিসেবে পাওযা যায়।


অন্যান্য

  সরকারি চাকরিজীবি তার যোগদানের তারিখ হতে প্রতি ৩ তিন বছর পর পর ১৫ দিনের ছুটিসহ এক মাসের মুল বেতনের সমপরিমাণ অর্থ পেয়ে থাকে । এটিই শ্রান্তি ও বিনোদন ছুটি ।
  শ্রান্তি বিনোদন ভাতা (Rest and recreation allowance) 3111328 কোড হতে পরিশোধ করা হয়।


শ্রান্তি ও বিনোদন ভাতা প্রাপ্যতার ভিত্তি হিসেবে চার ধরনের তথ্য বিবেচনা করতে হয়ঃ
  • চাকুরীতে নিয়োগের তারিখ,
  • বিগত শ্রান্তি ও বিনোদন ছুটি শুরুর তারিখ,
  • ছুটি শেষ হওয়ার পরের দিনের তারিখ,
  • আবেদন পত্রের তারিখ।
স্পষ্টীকরণ:
  • (ক) ছুটির প্রাপ্যতা সাপেক্ষে আবেদনকারীর আবেদনের তারিখ হইতে পরবর্তী তিন বৎসর হিসাব করিতে হইবে;
  • (খ) কোন কর্মচারী যে মাসে ছুটিতে যাবেন সেই মাসে যে মূল বেতন প্রাপ্য হবেন। এটিই তাঁর চিত্ত বিনোদন ছুটির বিধি সম্মত একমাসের বেতন বলিয়া গণ্য হবে।
Footer