শ্রান্তি বিনোদন ছুটি নির্ধারিত ছুটি বিধিমালা.১৯৫৯-এর ৩(১)(ii), বাংলাদেশ চাকরি (বিনোদনভাতা) বিধিমালা.১৯৭৯ ও অর্থ বিভাগের ১২/০৭/১৯৯৯ তারিখের ১৭৬ নং স্মারক অনুযায়ী ১৫দিনের শ্রান্তি বিনোদন ছুটি ও ০১ মাসের মূল বেতনের সমপরিমান অর্থ শ্রান্তি বিনোদন ভাতা হিসেবে পাওযা যায়।
• সরকারি চাকরিজীবি তার যোগদানের তারিখ হতে প্রতি ৩ তিন বছর পর পর ১৫ দিনের ছুটিসহ এক মাসের মুল বেতনের সমপরিমাণ অর্থ পেয়ে থাকে । এটিই শ্রান্তি ও বিনোদন ছুটি ।
• শ্রান্তি বিনোদন ভাতা (Rest and recreation allowance) 3111328 কোড হতে পরিশোধ করা হয়।