যুব সংগঠন নিবন্ধন করার নিয়মাবলী -
- (১) নিবন্ধন সনদ, বা ক্ষেত্রমত, স্বীকৃতিপত্র গ্রহণ ব্যতীত কোন যুব সংগঠন আইনের অধীন কোন যুব কার্যক্রম পরিচালনা করিতে পারিবে না।
- (২) যুব সংগঠন নিবন্ধনের উদ্দেশ্যে ফরম-‘ক’ এবং স্বীকৃতিপত্রের জন্য ফরম-‘খ’ অনুযায়ী নিবন্ধন কর্তৃপক্ষের নিকট আবেদন করিতে হইবে।
- (৩) উপ-বিধি (২) এর অধীন আবেদনপত্রের সহিত নিম্নবর্ণিত ফি ও দলিলাদি দাখিল করিতে হইবে, যথাঃ—
- (ক) অর্থনৈতিক কোড ১-৩৬৪০-০০০০-১৮৩৬ এর অনুকূলে প্রদত্ত অফেরতযোগ্য ৫০০/- (পাঁচশত) টাকার ট্রেজারি চালানের কপি;
- (খ) তফসিল অনুসারে প্রণীত যুব সংগঠনের গঠনতন্ত্রের অনুলিপি, যাহার প্রতি পাতায় যুব সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম, সাক্ষর সিলমোহর থাকিবে;
- (গ) নির্বাহী পরিষদের সদস্যগণের তালিকা;
- (ঘ) পূর্ববর্তী বৎসরের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণীর অনুলিপি;
- (ঙ) পূর্ববর্তী বৎসরের হিসাবের বার্ষিক বিবরণীর অনুলিপি (স্বীকৃতিপত্রের ক্ষেত্রে);
- (চ) হালনাগাদ ব্যাংক হিসাব বিবরণী; এবং
- (ছ) যুব সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি।